ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

২০৩০ সালে দারিদ্র্যের হার কমে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
২০৩০ সালে দারিদ্র্যের হার কমে যাবে

সিলেট: ২০৩০ সালে দারিদ্র্যের হার কমে যাবে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশে এখনও ৩ কোটি লোক দারিদ্র্য সীমার নীচে রয়েছে। এই দারিদ্র্যকে বিদায় করবো।

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিনি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থির করে তোলা হয়েছিল। জ্বালাও-পোড়াওকে আমরা বিদায় করেছি। খালেদা জিয়া জ্বালাও-পোড়াও বন্ধ করে দিয়েছেন। ফলে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

স্বাধীনতা পদক পাওয়ায় শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর রিকাবিবাজার কবি নজরুল মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। ১৯৫৬-৫৮ সালের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পায়। যার ধারাবাহিক নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ-বাংলাদেশ।

সংবর্ধনার জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাকে যে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আপনারা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। আমার অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য ইমরান আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রীর সহোদর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, ড. এ কে মুবিন ও এসএম মুহিত (সুজন)।

অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।