ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী পৌর মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
সোনাগাজী পৌর মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার রুহুল আমিন তাদের শপথ বাক্য পাঠ করান।

নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম, নয়জন কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এ শপথ গ্রহণ করেন। এর আগে ২০ মার্চ অনুষ্ঠিত পৌর নির্বাচনে তারা নির্বাচিত হন।

মেয়র রফিকুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সোনাগাজী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জনগণের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, সোনাগাজী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীতকরার চেষ্টা করবো।

এসময় পৌরসভার উন্নয়নে ও পৌরবাসীর বিপদে আপদে সব সময় পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন মেয়র।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জিসিপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।