ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘তোমাদের ভোটও আমি দেবো’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
‘তোমাদের ভোটও আমি দেবো’ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের

ঢাকা: ‘আমার ভোট আমি দেবো,  তোমাদের ভোটও আমি দেবো’- চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে জনগণ এমন মূল্যায়ন করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

 

রোববার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে কিশোরগঞ্জে জাতীয় পার্টি মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।


 
গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।
 
সকল প্রতিকূলতার মধ্যেও জাতীয় পার্টির ইউপি নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী মাঠে লড়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, অ্যাড. নুরুল ইসলাম তালুকদার এমপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।