ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনায় ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
পাবনায় ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী নিহত

পাবনা: পাবনা মধ্য শহরের খান বাহাদুর শপিং মলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিমন হোসেন (২৫)  নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

রোববার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিমন পাবনা পৌর এলাকার রাধানগর মহল্লার আবুল হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, শত্রুতার জের ধরে রিমনকে দুর্বৃত্তরা খান বাহাদুর শপিং মলের সামনে উপুর্যপুরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রিমন নিউ মার্কেটে ডায়না ফ্যাশন নামের একটি পোষাকের দোকানের কর্মচারী ছিলেন।

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন জানান, রিমন পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

রিমনের হত্যার খবরে শহরে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।