ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ঝিনাইদহ: নাশকতা মামলায় ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) ভোরে দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামের শফিউদ্দীনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, নাশকতা মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।