ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সত্য বলায় শফিক রেহমান গ্রেফতার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
‘সত্য বলায় শফিক রেহমান গ্রেফতার’ ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: সত্য তুলে ধরা ও যুক্তি দিয়ে কথা বলার কারণে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির বিদায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ এবং প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে নাগরিক সমাবেশ’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

সভার প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, শফিক রেহমানের একটাই অপরাধ, তিনি সত্য কথা বলেন এবং যুক্তি দিয়ে কথা বলেন। কাজেই তার মুখ বন্ধ এবং তাকে সরিয়ে রাখতে সরকার এ ‘অপকৌশলের’ আশ্রয় নিয়েছে। যে ‘নোংরা কৌশলে’ গ্রেফতার করা হল, এটা রসিকতা নাকি অনাচার বলেও প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, বলা হয়েছিল, সাদা পোশাকে যেন কাউকে গ্রেফতার করা না হয়। কিন্তু এখন সাংবাদিক পরিচয় দিয়ে ধরে নিয়ে আসা হচ্ছে। এর বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ করা উচিত।

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানসহ সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান নজরুল ইসলাম খান।
 
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, এ সরকারের সময়ে ভেতরে (কারাগার) ভালো মানুষেরা আর বাইরে গুণ্ডা বদমায়েশরা।

এ বছর সরকারে পরিবর্তন আসতে পারে এমন ইঙ্গিত দিয়ে দুদু বলেন, দিনের আলো দেখতে পাচ্ছি। তবে আমি যুক্তি দিয়ে বলতে পারবো না। পরিবর্তন হলেও আওয়ামী লীগের ভয় নেই। তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে না। তবে আইনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিদায়ী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নব্বইয়ের ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, সংগঠনটির সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ইএস/এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।