ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রায়পুরে প্রকাশ্যে মদ পান করায় আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
রায়পুরে প্রকাশ্যে মদ পান করায় আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রকাশ্যে মদ পান করে মাতলামি করার অপরাধে আনোয়ার হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এ আদেশ দেন।

 

দণ্ডাদেশপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার বামনী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য প্রার্থী। তিনি এ ইউনিয়নের সাগরদী গ্রামের আহছান উল্যাহর ছেলে।

বামনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তার দলীয় পদবি ও সদস্য পদ প্রার্থিতার কথা জানিয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সকালে ওই এলাকায় প্রকাশ্যে মদ পান করে মাতলামি করছিলেন আনোয়ার। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তিনি সুস্থ হলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত তাকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।