ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সরাইলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
সরাইলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. হাবিবুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে স্থানীয় চুন্টা ঈদগাঁ মাঠে সংবাদ সম্মেলন করে হাবিবুর রহমান এ অভিযোগ করেন।

তিনি এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা ছাড়াও স্থানীয় কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। আমাকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছেন তিনি। মিথ্যা মামলায় জড়িয়ে আমার ছোট ভাই শেখ এখলাছুর রহমানসহ কয়েকজন সমর্থককে হয়রানি করছেন। কবির মিয়া নামে এক নিরীহ লোককে মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠিয়েছেন। শাহজাহান মিয়া নির্বাচনের দিন কয়েকটি ভোট কেন্দ্র দখল করবেন বলেও প্রচার করছেন।

এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।