ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শফিক রেহমান-মাহমুদুরের শাস্তি দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
শফিক রেহমান-মাহমুদুরের শাস্তি দাবিতে মানববন্ধন ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে দু’টি সংগঠন।

 

 
বুধবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথকভাবে মানববন্ধন করে এ দাবি জানায় সজীব ওয়াজেদ জয় পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস নামে সংগঠন দু’টি।


 
বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের মানববন্ধনে দলটির প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান বলেন, জয়ের হত্যার পরিকল্পনা বিএনপি-জামায়াতের নতুন ষড়যন্ত্র। শফিক রেহমান ও মাহমুদুর রহমান বিএনপি-জামায়াতের হয়ে কাজ করেন।

তিনি অভিযোগ করেন, দেশে খুনের রাজনীতি শুরু করতে জয়কে হত্যার পরিকল্পনা করছেন শফিক রেহমান ও মাহমুদুর রহমানরা।
 
এতে অংশ নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মন্ডল বলেন, সজীব ওয়াজেদ জয়ের কল্যাণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই এ পরিকল্পনা।

এতে জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ডা. হালিমা বেলায়েত, মো. সাবের আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
সজীব ওয়াজেদ জয় পরিষদের মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাহবুব আলম বলেন, বুদ্ধিজীবী মহলের লোক দাবি করে এমন পরিকল্পনা চিন্তাও করা যায় না।
 
তিনি বলেন, এ অপরাধের ক্ষমা নেই। তাদের প্রকাশ্য দিবালোকে বিচার করা দরকার। না হয় দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। ।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আরইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।