ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ধনবাড়ীতে নৌকার প্রার্থীসহ দু’জনের জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ধনবাড়ীতে নৌকার প্রার্থীসহ দু’জনের জরিমানা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিস ভাঙচুর করার অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীসহ দু’জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট বিশ্বজিৎ দে তাদের এ জরিমানা করেন।



উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা বাংলানিউজকে জানান, উপজেলার ধোপাখালি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিস ভাঙচুরের দায়ে বলিভদ্র ইউনিয়নের নৌকার প্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের কর্মী আবদুল লতিফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬

এটিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।