ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কালিয়াকৈরে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
কালিয়াকৈরে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আ’লীগ

গাজীপুর: দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৪ ইউনিয়নে পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বুধবার (২০ এপ্রিল) রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের বহিষ্কার করা হয়েছে- কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য সাইফুজ্জামান সেতু, ঢালজোড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ইছামুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন মোল্লা ও কুমার সাহা।  

এর আগে কালিয়াকৈরের তালতলী এলাকায় উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ।  

সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, দেওয়ান মো. ইব্রাহিম, আব্দুল মান্নান শরীফ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।