ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় ফখরুল-আব্বাসের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
নাশকতার মামলায় ফখরুল-আব্বাসের জামিন

ঢাকা: রমনা থানার একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এসএম শাহজাহান, আব্দুস সালামসহ ৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) তারা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা এ জামিন মঞ্জুর করেন।

এ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত থেকেও জামিনে ছিলেন তারা। চার্জশিট দেওয়ার পর মামলাটি মহানগর দায়রা আদালতে বদলি হলে বিচারিক আদালতে ফের জামিন আবেদন করেছিলেন।

জামিন মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে জানান ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসে নাশকতার অভিযোগ এনে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

আগামী ২৬ মে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।