ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়-তারেক নিয়ে প্রতিহিংসার রাজনীতি ‘আত্মঘাতী’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জয়-তারেক নিয়ে প্রতিহিংসার রাজনীতি ‘আত্মঘাতী’

ঢাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে প্রতিহিংসার রাজনীতি ‘আত্মঘাতী’ হবে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, শফিউল আলম প্রধান বুধবার দিনভর ও বৃহস্পতিবার সকালে দিনাজপুরে খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নে ২০ দলীয় জোট সমর্থিত জাগপার মনোনীত প্রার্থী আশরাফ আলী খানের সমর্থনে পৃথক পথসভা ও জনসভায় এ বিষয়ে কথা বলেন।

শফিউল আলম বলেন, দুই সাংবাদিক শফিক রেহমান-মাহমুদুর রহমানকে জয় হত্যাচেষ্টা মামলায় জড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। একটি স্বাধীনচেতা জাতি এই অবস্থা মেনে নিতে পারে না। আমি দুই সাংবাদিকসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে লাগাতার আন্দোলন ও জনমত গঠনের আহ্বান জানাচ্ছি।

শফিউল আলম প্রধান বলেন, জয় ও তারেককে নিয়ে দুই দলের প্রতিহিংসার রাজনীতি এদেশে ‘আত্মঘাতী’ হবে।

সভায় বক্তব্য রাখেন ভাবকি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ আলী খান, ২০ দলীয় জোটনেতা, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, যুব জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিনহাজ প্রধান রাব্বি, থানা বিএনপির সদস্য ডা. গোলাম মোস্তফা, সেলিম সাহা ও ছাত্রদল নেতা মোস্তাকিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।