ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
‘বিএনপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে’  

ঢাকা: তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের এজেন্টদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিএনপি।
 
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র ুযুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।


 
তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে ভোট ডাকাতির পর ২৩ এপ্রিল তৃতীয় দফা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী, সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। ভোটকেন্দ্রে গেলে হত্যা ও লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
 
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণ গ্রেফতার শুরু করেছে পুলিশ। গ্রেফতার আতঙ্কের মধ্যেও বিএনপির প্রার্থী, সমর্থকরা কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
 
বেশ কয়েকটি জেলায় সরকার সমর্থিতরা বিএনপি সমর্থিত প্রার্থীর বাড়িতে হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন রিজভী।
  
রিজভী বলেন, জালভোট ও ভোট ডাকাতির জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদকে জাতি ঘৃণা ভরে স্মরণ করবে। নির্বাচন ও নির্বাচন পরবর্তী প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছেন। এরজন্য রকিবউদ্দীন ও তার কমিশনাররা ইতিহাসে অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
 
প্রাণহানির জন্য কোনো পদক্ষেপ না নেওয়ায় জাতি তাদের ক্ষমা করবে না। জনতার আদালতে একদিন তাদের দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন রিজভী।
  
সংবাদ সম্মেলনে তৃতীয় দফায় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা, গাজীপুর, নাটোর, নরসিংদী, রাজবাড়ী, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষীপুর, সিরাজগঞ্জে প্রার্থী সমর্থকদের ওপর হামলার বিবরণ তুলে ধরেন রিজভী আহমেদ।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
আরইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।