ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নালিশের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
বিএনপি নালিশের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে

নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতির দাবা খেলায় হেরে গিয়ে বিএনপি এখন নালিশের রাজনীতির ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালীর মাইজদী এলাকার ঐতিহ্যবাহী অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উদযাপন ও প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী এসময় চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ব্যাপারে বলেন, চলমান ইউপি নির্বাচনে বিভিন্ন স্থান থেকে তৃণমূলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এসব মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ইতিবাচক পরিবর্তনের মানসিকতা নিয়ে নবীন ও প্রবীণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের বিকাশ ঘটবে।

এ অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক আবু নাছেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলামসহ গণমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।