ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জয় অপহরণ

মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতা নেই, দাবি মায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতা নেই, দাবি মায়ের ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (রানা)

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের সঙ্গে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন তার মা অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদা খাতুন।
 
শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।


 
তিনি বলেন, আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট অপহরণ ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে তথ্য দিয়েছে। যদি আমেরিকার জাস্টিস বিভাগ তথ্য দিয়েও থাকে তবে সেই তথ্যের সঙ্গে মাহমুদুর রহমানের কোনো ধরনের সংশ্লিষ্ট থাকতে পারে না।
 
এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে নীরব না থেকে এ বিষয়ে সব দলিল স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করার অনুরোধও জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনার জিঘাংসা যদি আমার ছেলেকে দীর্ঘদিন জেলে আটক রেখেও পরিতৃপ্ত না হয় তবে আমাকেও জেলে নেওয়ার বিনিময়ে আমার ছেলেকে মু্ক্তি দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যত বিশ্বের সর্বাপেক্ষা ক্ষমতাশালী সরকার প্রধান। তিনি চাইলেই আমার ছেলেকে মুক্তি দিতে পারেন।

তিনি অভিযোগ করে বলেন, মাহমুদুর রহমানকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের একজন বিবেকবান মানুষও কি বিশ্বাস করবেন যে, শফিক রেহমান ও মাহমুদুর রহমান মিলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনা করবেন? দুইজনই কি একেবারে নির্বোধ? বাংলাদেশের জনগণ তো জানে যে, সজীব ওয়াজেদ জয়সহ প্রধানমন্ত্রী পরিবারের সব সদস্যই এসএসএফ নিরাপত্তা পেয়ে থাকেন। সেই এসএসএফ’র ভিভিআইপি নিরাপত্তার মধ্যে অপহরণের কল্পকাহিনী কি আদৌ বিশ্বাসযোগ্য?
 
মাহমুদা খাতুন জানান, এ পর্যন্ত তার ছেলে মাহমুদুর রহমানের নামে ৮১টি মামলা হলেও দু’টি ছাড়া সব মামলায় জামিনে আছেন।

অধ্যাপক মাহমুদা বেগম আরও বলেন, সরকারের সীমাহীন জুলুম নির্যাতনে মাহমুদুর রহমানের ওজন ১২ কেজি কমে গেছে। তার একটি অঙ্গ অবস হয়ে আসছে। এরপরও পুলিশ প্রধানমন্ত্রীর ছেলে জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার কথিত অভিযোগ এনে তাকে ফের শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেছে।

মাহমুদুর রহমানের মুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে তা মা বলেন, একে একে ৮০টি মামলায় উচ্চ আদালত থেকে তার জামিন হলেও সরকার আবার পুরোনো আরও ৩টি মামলায় শ্যোন এ্যারেস্ট দেখিয়েছে। এর মধ্যে একটি মামলা দায়েরের তারিখ হচ্ছে মাহমুদুর রহমান গ্রেফতার হওয়ার ৬ মাস পরের।

আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলামিস্ট ফরহাদ মজহার, মাহমুদুর রহমানের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন ও জয়নাল আবেদীন মেজবাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬/আপডেট ২০০৬
এমআইকে/আরআইএস/এসআরএস/আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।