ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘হাসানুল হক ইনু জাসদের ঐক্যের প্রতীক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
‘হাসানুল হক ইনু জাসদের ঐক্যের প্রতীক’

ময়মনসিংহ: হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান।  

তিনি বলেন, হাসানুল হক ইনু ও শিরিন আখতার বৈধ কাউন্সিলের মাধ্যমে জাসদের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তাদের নেতৃত্বে গোটা দেশের সর্বস্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।  

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাসদের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

দল ভাঙা ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াত-বিএনপি’র সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে থাকায় দেশি ও বিদেশি মহলের ইন্ধনে একটি মহল চক্রান্ত করছে। তারাই জাসদকে দ্বিখণ্ডিত করার অপপ্রয়াস চালাচ্ছে।  

কিশোরগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি আলম সারোয়ার মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ মহানগর জাসদ নেতা আমিনুল ইসলাম।  

এ সময় সেখানে আরও বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আলী, মাহমুদা সারোয়ার শেলী, তানিয়া ইয়াসমিন, নুরুন্নাহার।  

এর আগে সকাল ১১টায় নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোণা জাসদের কর্মীসভায় যোগ দেন কেন্দ্রীয় জাসদের দু’ সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান ও অ্যাডভোকেট সাদিক হোসেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি নির্মল কুমার দাস।  

দলীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাসদ নেতা আমিনুল ইসলাম, নেত্রকোনা জেলা জাসদের সহ-সভাপতি আবুল হাশেম, শাহজাহান, নেপাল, আব্দুল হালিম ও কাঞ্চন দত্ত।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬ 
পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।