ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুনিদের সঙ্গে কোনো আপস নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
খুনিদের সঙ্গে কোনো আপস নয় ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াত শুধু শেখ হাসিনাকে নয়, তার পুত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যা করতে চায়। খুনিদের সঙ্গে কোনো আপস হতে পারে না।

গণতন্ত্রের প্রশ্নে শেখ হাসিনা আপসহীন।
 
শুক্রবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘১৭ এপ্রিল মুজিব নগর দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, খালেদা জিয়া ও জামায়াত মুজিব নগর দিবস পালন করে না। যারা জঙ্গির ‍উত্থান করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের আমলেই এমপি ও মন্ত্রীদের বিচার হচ্ছে। চক্রান্ত শুরু হয়েছিলো মোস্তাকের নেতৃত্বে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। খালেদা জিয়া আর দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
 
বিএনপির সমালোচনা করেন তিনি বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করে। আবার স্বাধীনতা বিরোধীদের লালন পালন করে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা যায় না।
 
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, শাহে আলম মুরাদ, সাদেক খান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আরআইএস/এমআইকে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।