ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে ৪ ইউপিতে ভোটগ্রহণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
মেহেরপুরে ৪ ইউপিতে ভোটগ্রহণ শুরু ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ওই ৪টি ইউনিয়নের ৫৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ইউনিয়নগুলো হলো, আমঝুপি, পিরোজপুর, বুড়িপোতা ও কুতুবপুর। তবে সীমানা নিয়ে জটিলতা থাকায় আমদহ ইউপি নির্বাচন স্থগিত রয়েছে।

এদিকে, ভোট শুরুর আগে থেকেই ভোটাররা এসে লাইনে দাঁড়িয়েছেন। এদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি বেশি।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে বিজিবি, পুলিশ, র‌্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।