ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সরাইলে ভোট শুরুর অাগেই দীর্ঘ লাইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
সরাইলে ভোট শুরুর অাগেই দীর্ঘ লাইন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে, সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নের বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর অাগেই নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সরাইলের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে একই চিত্র লক্ষ্য করা গেছে।

সকাল পৌনে ৮টায় চুন্টা ইউনিয়নের বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। তখনও ভোট শুরু হয়নি। কিন্তু সবার অাগে ভোট দিতে তাদের মধ্যে যেন তীব্র প্রতিযোগিতা।

বিশুতারা গ্রামের যুবক জাহাঙ্গীর অালম বলেন, ‘অন্যান্য এলাকার নির্বাচনে শুনছি দেরি করে কেন্দ্রে গেলে ভোট দেওয়া হয়ে যায়। তাই একেবারে সকালেই কেন্দ্র অাইসা বইসা অাছি।

নারী লাইনে অপেক্ষমাণ একই গ্রামের মনোয়ারা খাতুন বলেন, ‘অামি চাইনা অামার ভোট অন্য কেউ দিক। তাই চুলা জ্বালানোর অাগেই কেন্দ্রে অাইসা পড়ছি। ’

সরাইলের ৯টি ইউনিয়নসহ নবীনগর ও নাসিরনগরে মোট ৩১টি ইউনিয়নে শনিবার তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।