ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নিয়ামতপুরে ৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
নিয়ামতপুরে ৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপিত) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ৯০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন। ভোটার রয়েছে এক লাখ ৮০ হাজার ৪৮৮ জন।

এদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়।

নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল বাংলানিউজকে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে কেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।