ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
রূপগঞ্জে ৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ  চলছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলে প্রত্যাশা করছেন প্রার্থীরা।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক  র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন রয়েছে। কেউ কোনো ধরনের ঝামেলার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া ও ভোলাব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরআগে কায়েতপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।