ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

স্লিপ ন্যান, ভোট দ্যান

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
স্লিপ ন্যান, ভোট দ্যান ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া (গাবতলী) থেকে: আরিফুর রহমান, বাবলু সরকার ও শাহিন আকতার। তিনজন পৃথক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করছেন।

তারা সবাই ভোট কেন্দ্রের বাইরে চেয়ার-টেবিল নিয়ে বসেছিলেন। আর টেবিলের ওপর ছিলো কাগজের স্তুপ। এরমধ্যে ছিল ভোটার তালিকা ও ছোট ছোট টুকরো করা কাগজ।
 
তাদের ঘিরে রেখেছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা ভোটাররা। প্রত্যেকেই নিজ নিজ ভোটার নম্বর জেনে নেওয়ার জন্য সেখানে ভিড় করছিলেন। আর সেই সব যুবকরা টুকরো কাগজে ভোটার নম্বর লিখে স্লিপগুলো তাদের হাতে তুলে দিচ্ছিলেন।
 
শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে গাবতলী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে গেলে বাংলানিউজের ক্যামেরায় এমন দৃশ্য ওঠে আসে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক কেন্দ্রের বাইরে স্ব স্ব প্রার্থীর লোকজন চেয়ার ও টেবিল নিয়ে বাসে আছেন। তার চারদিক রশির সঙ্গে প্রার্থীর পোস্টার লাগিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশ পথের পাশ দিয়ে এরকম ছোট ছোট অসংখ্য অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। আর প্রত্যেক প্রার্থীর কর্মী সমর্থকরা ভোটারদের কাছে নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চাইছেন। মাঝে মধ্যেই তারা প্রতীকের নাম উচ্চারণ করে স্লোগান দিয়ে চলেছেন। পাশাপাশি তারা বলছেন ‘স্লিপ ন্যান, ভোট দ্যান’।
 
বৃদ্ধ মফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, কেন্দ্রে গিয়ে ভোটার নম্বর খুঁজে বের করা মুশকিল। এতে সময় অপচয় হবে। যারা ভোট নিচ্ছেন তারা বিরক্ত হবেন। তাই বাইরে থেকে নিজের ভোটার নম্বর স্লিপে লিখে নেওয়া। এতে করে ভোটার নম্বর খুঁজে পেতে সময় লাগবে না। ভোট দিতেও কম সময় লাগবে।
 
একই কথা জানালেন মহিদুল ইসলাম, আনিছুর রহমান, ওমর আলী, রাবেয়া আকতার, শিরিন শবনমসহ একাধিক ভোটার।
 
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী আবু সাঈদ ও দেলোওয়ার হোসেন বাংলানিউজকে জানান, নিজ প্রার্থীর পক্ষে কাজ করতে ভোটারদের ভোটার নম্বর লিখে স্লিপ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে অন্য প্রার্থীর ভোটাররাও বিভিন্ন জনের কাছ থেকে স্লিপ নিচ্ছেন। তবে স্লিপগুলোতে স্ব স্ব প্রার্থীর প্রতীক রয়েছে। এতে কারো মন নরম হলে আমাদের প্রার্থীকে ভোটও দিতে পারেন। আর দিলে ভোট বাড়বে। তাতে নিজ প্রার্থীর জয়ের সম্ভ‍াবনা বেশি থাকবে বলে তারা মন্তব্য করেন।        
 
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমবিএইচ/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।