ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচন বয়কট

মাহফুজুর রহমান পারভেজ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচন বয়কট

নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম আলমগীর হোসেন নির্বাচন বয়কট করেছেন।

শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গর্ভেন্ট গার্লস স্কুল) এর সামনে তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দেন।


 
এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারী এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রশো প্রমুখ উপস্থিত ছিলেন।

আলমগীর অভিযোগ করেন, সকাল থেকেই এ কেন্দ্র সহ এনায়েতনগরের ৯ ইউনিয়নের সব কেন্দ্র দখল করে রাখা হয়। আগের দিন রাতেই ব্যালটে ভোট দেওয়া হয়ে গেছে। আমি আমার নিজের ভোট দিতে পারি নাই। আওয়ামী লীগের লোকজন এসে কেন্দ্র দখল করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।