ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ডাব খান প্রাণ জুড়ান ভোট দেন

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ডাব খান প্রাণ জুড়ান ভোট দেন ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া (গাবতলী) থেকে: ভোট তোমার ব্যক্তিগত সম্পদ। তোমার ভোটেই জয়-পরাজয় ঘটতে পারে একজন প্রার্থীর।

সেই সম্পদ যাকে খুশি তাকে দিও। কিন্তু তার আগে অন্তত প্রাণটা জুড়িয়ে নেও। ডাবের পানি খাও তারপর ভোট দিতে যাও। এ জন্য আমার প্রার্থীকে ভোট দিতে হবে না।


আমির আলী নামের একজন কর্মী ভোটার মোজাহারকে ডাবের পানি পান করার প্রস্তাব দেন। তিনিও মুচকি হেসে প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেন। সঙ্গে ডাবের পানি পান করেন। এরপর ধীরে পায়ে ভোটকেন্দ্রের দিকে পা বাড়ান এই ভোটার। আর আমির আলীও তাকে খাওয়াতে পেরে তৃপ্ত।


শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে গেলে এমন দৃশ্য দেখা যায়।


সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল থেকেই স্থানীয় বাজারে হরেক রকম খাবারের পসরা বসায় মৌসুমী দোকানিরা। ছোট ছোট ষ্টল করে অস্থায়ীভাবে এসব দোকান বসানো হয়েছে। দোকানগুলোতে ডাব, ডিম, তরমুজ, মালটা, চানাচুর, বাদাম, চিনি ও গুড়ের জিলাপি, নিমকি, লাড্ডু, কদমা, খুরমা, পিয়াজু, ফুল্লা, পাপর, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।


দোকানি ছানোয়ার, মুক্তি ও মিঠু বাংলানিউজকে জানান, ব্যাপক উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে। ভোটাররা তাদের সঙ্গে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে এসেছেন। ভোট কেন্দ্রের বাইরে ছেলে-মেয়েদের রেখে তারা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তার আগে ছেলে-মেয়েদের হাতে তুলে দেন রকমারি এসব খাবার সামগ্রী।
 
আমজাদ হোসেন, ইব্রাহিম ও রহিমা বেগমসহ একাধিক ভোটার বাংলানিউজকে জানান, সবাই কর্মব্যস্ত মানুষ। তাই পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর সময় নেই তাদের হাতে।
ভোটের কারণে আজকে (শনিবার ২৩এপ্রিল) কাজকর্ম সবকিছু বন্ধ। এ সুযোগে তারা পরিবারের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন। আর ভোট উপলক্ষে বসা দোকানির কাছ থেকে বিভিন্ন খাবার সামগ্রী কিনে দেন। সঙ্গে সবাই মিলে আনন্দ-উল্লাস করেন বলে তারা জানান।    
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।