ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি

ঢাকা: দেশে অব্যাহত গুম-খুন, ধর্ষণ-নির্যাতন বন্ধ এবং মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, শফিক রেহমানসহ আটককৃত সকল সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে আদর্শ নাগরিক আন্দোলন।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

‘দেশে অব্যাহত গুম-খুন, ধর্ষণ-নির্যাতন বন্ধ, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শওকত মাহমুদ, শফিক রেহমান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আটককৃত সকল সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নি:শর্ত মুক্তি এবং ধর্মহীন ও ইসলাম বিদ্বেষী শিক্ষানীতি প্রত্যাহারের’ দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

আদর্শ নাগরিক আন্দোলনের আহবায়ক মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির বিদায়ী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও  ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সালাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য (মরহুম কাজী জাফর) খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান মো. আবু তাহের চৌধুরী, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেডিট পার্টির (এনডিপি) প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু প্রমুখ।

সমাবেশ সঞ্চালনায় ছিলেন আদর্শ নাগরিক আন্দোলনের সদস্য সচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।