ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাবতলীতে আ’লীগ ৫, বিএনপি ১ ও স্বতন্ত্র ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
গাবতলীতে আ’লীগ ৫, বিএনপি ১ ও স্বতন্ত্র ৫

বগুড়া: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে এ তথ্য জানান।


 
নির্বাচিত হলেন- উপজেলার সোনারায় ইউনিয়নে তারাজুল ইসলাম (আওয়ামী লীগ), রামেশ্বরপুর ইউনিয়নে রফি নেওয়াজ খান রবিন (আওয়ামী লীগ), নারুয়ামালা ইউনিয়নে আব্দুল গোফফার আলী (আওয়ামী লীগ), নেপালতলী ইউনিয়নে লতিফুল বারী মিন্টু (আওয়ামী লীগ), দুর্গাহাটা ইউনিয়নে আব্দুল মতিন মিঠু (আওয়ামী লীগ), কাগইল ইউনিয়নে আগানিহাল দিন জলিল তপন (বিএনপি), দক্ষিণপাড়া ইউনিয়নে আমিনুল ইসলাম (স্বতন্ত্র), গাবতলী সদর ইউনিয়নে আলমগীর হোসেন খান (স্বতন্ত্র), মহিষাবান ইউনিয়নে আমিনুল ইসলাম (স্বতন্ত্র), বালিয়াদীঘি ইউনিয়নে মাহবুবুর রহমান (স্বতন্ত্র) ও নশিপুর ইউনিয়নে নজরুল ইসলাম (স্বতন্ত্র)।
 
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।