ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ ১৭, বিএনপি ৪, জাপা ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ ১৭, বিএনপি ৪, জাপা ৪

ব্রাহ্মণবাড়িয়া: তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার ৩১টি ইউনিয়নের মধ্যে ১৭টিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি, চারটিতে জাতীয় পার্টি ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম বাংলানিউজকে এ তথ্য জানান।


 
ডিআইও-১ জানান, জেলার নবীনগরে অনুষ্ঠিত নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন।

নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আটটিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত।

এছাড়া সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ, দু’টিতে জাতীয় পার্টি ও চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।