ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে আ’লীগ ৮, স্বতন্ত্র ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
নীলফামারীতে আ’লীগ ৮, স্বতন্ত্র ৪

নীলফামারী: নীলফামারীর ১২টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে নির্ববাচিতরা হলেন- নীলফামারী সদর উপজেলার রামনগরে মিজানুর রহমান বাবু (আ’লীগ), সংগলশীতে মোস্তাফিজার রহমান ফিজার (আ’লীগ), কচুকাটায় আব্দুর রউফ চৌধুরী (স্বতন্ত্র), সোনরায়ে মোস্তফা কামাল (স্বতন্ত্র) ও চড়াইখোলায় মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।

এছাড়া ডিমলা উপজেলার মধ্যে সদর ইউনিয়নে আবুল কাশেম সরকার (আ’লীগ), পশ্চিম ছাতনাইয়ে আনোয়ারুল হক সরকার (আ’লীগ), বালাপাড়ায় জহুরুল হক ভুইয়া (আ’লীগ), নাউতারায় সাইফুল ইসলাম লেলিন (আ’লীগ), ঝুনাগাছ চাপানীতে মোজাম্মেল হক, খালিশা চাপানীতে আতাউর রহমান (আ’লীগ) এবং আব্দুল লতিফ খান (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।