ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কালীগঞ্জে আ’লীগ ৭, বিএনপি ১, স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
কালীগঞ্জে আ’লীগ ৭, বিএনপি ১, স্বতন্ত্র ১

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টিতে আওয়ামী, একটিতে বিএনপি ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

 

শনিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে নজরুল ইসলাম সানা (নৌকা), নিয়ামতপুর ইউনিয়নে রনি লস্কর (নৌকা), সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে ইলিয়াস রহমান মিঠু (ধানের শীষ), কোলা ইউনিয়নে আয়ুব হোসেন (নৌকা), মালিয়াট ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী একরামুল হক সংগ্রাম (আনারস), বারবাজার ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), কাষ্টভাঙ্গা ইউনিয়নে আয়ুব হোসেন (নৌকা), রাখালগাছি ইউনিয়নে মহিদুল ইসলাম মন্টু (নৌকা) নির্বাচিত হয়েছেন।

এছাড়া জামাল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের প্রার্থী মোদাচ্ছের হোসেনসহ ১০ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।