ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোর সদরে ৭ ইউনিয়নেই আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
নাটোর সদরে ৭ ইউনিয়নেই আ’লীগ প্রার্থী জয়ী

নাটোর: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাচন সমন্বয়কারী মোহম্মদ নায়িরুজ্জামান খান এ ঘোষণা দেন।

তিনি জানান, তৃতীয় ধাপের নির্বাচনে নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।

বেসরকারি ফলাফলে বিজয়ীরা হলেন- ১ নম্বর ছাতনী ইউনিয়নে তোফাজ্জল হোসেন সরকার, ২ নম্বর তেবাড়িয়ায় ওমর আলী প্রধান, ৩ নম্বর দিঘাপতিয়ায় খন্দকার ওমর শরীফ চৌহান, ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়ায় আব্দুল বাতেন ভুঁইয়া, ৫ নম্বর বড় হরিশপুরে ওসমান আলী ভুইয়া, ৬ নম্বর কাফুরিয়া ইউপিতে ইলিয়াস হোসেন ও ৭ নম্বর হালসা ইউপিতে জহুরুল ইসলাম প্রামাণিক।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।