ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
শ্রীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আবুল খসরু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শনিবার (২৩ এপিল) রাতে এ সংঘর্ষ হয়। সকালে পুলিশ ও এলাকাবাসী সূত্র এ খবর জানায়।

 

নিহত আবুল খসরু শ্রীপুর উপজেলার বারতোপা এলাকার মৃত আবুল খয়েরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারতোপা এলাকায় দুই মেম্বার প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের এক পর্যায়ে আবুল খসরু অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আবুল খসরু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতলে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় আবুল খসরু হৃদরোগে আক্তান্ত হয়ে মারা গেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।