ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ফরিদপুরে আ.লীগ ৫, বিএনপি ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ফরিদপুরে আ.লীগ ৫, বিএনপি ২

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ , ২টিতে বিএনপি ও ১টিতে আওয়ামী বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচিতরা হলেন: ঘোষপুর ইউনিয়নে  আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মো. ফারুক হোসেন ৫ হাজার ৯২৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. চাদ মিয়া (আনারস) প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৩২৯ ভোট।

সাতৈর ইউনিয়নে আওয়ামী লীগের মুহাম্মদ মুজিবর রহমান  (নৌকা) ৫ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার নাজিরুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৭৫৫ ভোট।

বোয়ালমারী ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আতিয়ার রহমান মোল্যা (ধানের শীষ) ২ হাজার ৮৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের এ কে এম হামিদুল বারী  (নৌকা) পেয়েছেন ২ হাজার ৩৯০ ভোট।

গুনবহা ইউনিয়নে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম (ধানের শীষ) ৫ হাজার ৫৪১ ভোট পেয়ে জীয় হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৭৬৮ ভোট।

চতুল ইউনিয়নে  আওয়ামী লীগের শরীফ মো. সেলিমুজ্জামান (নৌকা) ৫ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মো. মঞ্জু (ধানের শীষ) ৫ হাজার ২২৮ ভোট পেয়েছেন।

পরমেশ্বরদী ইউনিয়নে নুরুল আলম মিনা (আওয়ামী লীগ) ৪হাজার ৯৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মান্নান মাতুব্বর (আ.লীগ বিদ্রোহী) পেয়েছেন ৪ হাজার ৪৫০ ভোট।

শেখর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ইস্রাফিল মোল্যা (আনারস) পেয়েছেন ৬ হাজার ১১৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ  (নৌকা) ৪ হাজার ৯৮৮ ভোট।

রূপাপাত ইউনিয়নে আওয়ামী লীগের আজিজার রহমান  (নৌকা)  ৪ হাজার ৭১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হেমায়েত হোসেন মোল্যা (আ.লীগ বিদ্রোহী) ৩ হাজার ২৯০ ভোট পান।

উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে পরিকল্পনাধীন ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারন না হওয়ায় দাঁদপুর ও চাঁদপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। যদিও শেষ পর্যন্ত দাদপুর ইউনিয়নকে ফরিদপুর সিটি করপোরেশনের সীমানার বাইরে রাখার ঘোষণা করায় আগামী ২৮ মে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

তাছাড়া পার্শ্ববর্তী মাগুরা জেলার মুহাম্মদপুর উপজেলার সঙ্গে মধুমতি নদীর তীরবর্তী ময়না ইউনিয়নের সীমানা বিরোধের কারণে ময়না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মশিউল আযম মৃধা তার নির্বাচনী মেয়াদ শেষান্তে মধুমতি নদীর তীরবর্তী সীমান্ত এলাকায় দীর্ঘদিনের অমীমাংসিত সীমানা বিরোধ নিষ্পত্তি ও ভোটার তালিকা সংশোধন চেয়ে নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টের ইসলাম সিদ্দিকীর আদালতে রিট পিটিশন দখিল করেন।

এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ২০এপ্রিল স্বাক্ষরিত আদেশের বলে ২১ এপ্রিল বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি থাকা সত্বেও ময়না ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম নির্বাচনের ফলাফল নিশ্চিত করে বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহন চলে। এতে প্রায় ৮২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৮টি ইউপিতে ৩৬জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৫ এবং পুরুষ সাধারণ সদস্য পদে ১৪৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। ৮ ইউপিতে ১ লাখ ৩১ হাজার ভোটার।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আরকেবি/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।