ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাবি শিক্ষক হত্যায় বিএনপি মহাসচিবের বিবৃতি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
রাবি শিক্ষক হত্যায় বিএনপি মহাসচিবের বিবৃতি

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশে ন্যায় বিচার সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাওয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।

 

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যাল। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এখন প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে।  

দেশ এখন ভয়ঙ্কর অরাজকতার মধ্যে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ড. রেজাউল করিম সিদ্দিকীর হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ড. রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রধান দায় সরকারের। কেননা ওই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার কোনোটিতেই তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারেনি।  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ড. রেজাউল করিম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।