ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে হরতাল সমর্থনে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বরিশালে হরতাল সমর্থনে মিছিল

বরিশাল: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী তনু হত্যাসহ সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহর বরিশালে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।

 

হরতাল সমর্থনে সোমবার (২৫ এপ্রিল) সকালে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্র জোট।

 

শান্তিপূর্ণ মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে থেকে জেলখানার মোড়ে যাওয়ার সময় পুলিশি হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছাত্র ইউনিয়নের বরিশাল জেলার সাধারণ সম্পাদক এবি সিদ্দিক এবং সিপিবি মহানগরের সহ সম্পাদক প্রভাষক বাদল বিশ্বাস বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, জনগণের সমর্থনও পেয়েছেন। হঠাৎ সোয়া ৯টার দিকে কোতোয়ালি থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কুদ্দুসসহ বেশ কয়েকজন সদস্য তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের ৪ জন, ছাত্রফ্রন্টের ২ জন ও ১ জন শিক্ষার্থী আহত হয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মিছিল নিয়ে নেতাকর্মীরা অশ্বিনী কুমার হলের সামনের রাস্তায় বসতে চায়। এসময় তাদের সেখান থেকে চলে যেতে বললে মিছিলকারীদের মধ্যে একজন পুলিশের একটি লাঠি নিয়ে নেয়। ওই লাঠিটি ফেরত আনার জন্য ধাওয়া দিলে তারা কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছে। এখ‍ানে হামলার কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, প্রগতিশীল ছাত্রজোট বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর ফকির বাড়ি রোড থেকে সকালে হরতালের শুরুতে একটি মিছিল বের করে। মিছিলটি কাকলির মোড় ঘুরে পুনরায় ফকিরবাড়ি রোডে এসে শেষ হয়।

এছাড়া হরতাল সমর্থনে নগরীর বিভিন্ন পয়েন্টে সমর্থকরা চলাচলরত যানবাহনে বাধা দেয়।

তবে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে সব রুটে বাস চলাচল রয়েছে স্বাভাবিক। নগরীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে। নগর জীবন রয়েছে স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।