ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

কুষ্টিয়া: ট্রেনের ধাক্কায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন কিশোর (২৭) নিহত হয়েছেন।

রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শহরের বাবর আলী গেট লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।



কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিশোর শহরের এনএস রোড থেকে নিজ বাসা হাউজিংয়ে ফেরার পথে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় কিশোরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।