ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবলু শেখ (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন এক ইউপি সদস্যসহ পাঁচজন।

সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু একই গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত গয়েশপুর ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামীগ নেতাকর্মীরা দুই দলে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম ও অপর পক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ হোসেনের পক্ষে অবস্থান নেন। এ নির্বাচনের আগে আব্দুল হালিমের সমর্থকরা কয়েক দফা ইউসুফের সমর্থকদের ওপর হামলা চালিয়ে পাঁচ/ছয়জনকে আহত করেন। এছাড়া তারা কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করেন। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চরজোকা গ্রামে আব্দুল হালিমের সমর্থক বাবলুর বাড়িতে ইউসুফের সমর্থক বাহারুল ও তার লোকজন হামলা চালান। এসময় ইউসুফের সমর্থক শরিফুলের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই বাবলুর মৃতু হয়। হামলা ঠেকাতে গিয়ে সাহেব আলী নামে এক ইউপি সদস্যসহ পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে চরজোকা গ্রামের আনোয়ার (৩৫), আলিম শেখ (৪০) ও ফয়জারকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের ব্রাদার খায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, শরিফুল ও বাবলু সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে আগে থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। পারিবারিক বিরোধের পাশাপাশি তাদের মধ্যে নির্বাচনী বিরোধও যুক্ত হয়।

এদিকে, হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।