ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিরোধীদের ঠেকাতে কঠোর ছিলো ইসি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
 বিরোধীদের ঠেকাতে কঠোর ছিলো ইসি

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও বিরোধী ভোটারদের ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) কঠোর ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেছেন, ‘নির্বাচনে অনিয়ম ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে যে নির্দেশনা দিয়েছে সেই অনুসারে ইসি শুধু বিরোধী ভোটারদের লক্ষ্য করে এ নির্দেশনা পালন করেছে। এর মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল)  সকালে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যাপারে কথা বলতে নির্বাচন কমিশনে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। সেখান থেকে বেরিয়ে এসে দলের যুগ্ম মহাসচিব মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসিকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা ইসিকে জানিয়েছি।

এ বিষয়ে কবির রিজভী বলেন, আগে সরকারি দল ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কারচুপিতে অংশ নিত। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ভোট কারচুপিতে অংশ নিচ্ছে। এছাড়া সারাদেশে চলছে খুনের মহোৎসব। খালে-জঙ্গলে পাওয়া যাচ্ছে মরদেহ।


পহেলা মে দিবসে খালেদা জিয়ার জনসভা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন,‘আমরা প্রস্তুতি নিচ্ছি। জনসভার অনুমতি চেয়ে ইতোমধ্যে পুলিশ ও গণপূর্ত অধিদফতরের কাছে আবেদন করেছি। এখনো অনুমতি পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।