ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে অর্ধদিবস হরতালে আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
জয়পুরহাটে অর্ধদিবস হরতালে আটক ৭

জয়পুরহাট: কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যাসহ সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে জয়পুরহাটে অর্ধদিবস হরতাল করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। হরতালে পিকেটিং করায় সাতজনকে আটক করেছে পুলিশ।



সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের প্রধান সড়কের পাঁচুর মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র ফ্রন্টের আহ্বায়ক রেহেনা পারভীন খুশী, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কলনদরপুর গ্রামের শ্রী পবিত্র বর্মন (১৮), নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়ার জাকির হোসেন (১৭), বগুড়া সদর উপজেলার শহরদিঘী গ্রামের তাজিউল ইসলাম (২৯), দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকন্দপুর গ্রামের নূরনবী (১৯), বগুড়ার শাজাহানপুর উপজেলার পলগাঁছী গ্রামের শরিফুল ইসলাম (১৯) ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর গ্রামের উৎপল দেবনাথ (২৮।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, ওই সাতজন হরতালের নামে শহরের প্রধান সড়কের জিরো পয়েন্টে পিকেটিং করছিলেন। যানবাহন চলাচল স্বাভাবিক করতে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, অর্ধদিবস হরতাল চলাকালে শহরের সব অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও ব্যাংক খোলা ছিল। এছাড়া পুলিশ তৎপর থাকায় সব ধরনের যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এএনজি /এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।