ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ দু’জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
 নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ দু’জন কারাগারে

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খানসহ দু’জনকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।


 
আদালত সূত্রে জানা গেছে, বিএনপি নেতা নজরুল ও উজ্জ্বল নামে এক বিএনপি কর্মী একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এতোদিন তারা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষের দিকে হওয়ার মঙ্গলবার দুপুরে তারা নাজিরপুর জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে পুনরায় জামিন আবেদন করেন। এসময় বিচারক আবু বক্কর সিদ্দিক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৪ সালের ২ অক্টোবর নাজিরপুরের কলাতলায় বিএনপি ও যুবলীগের সংঘর্ষে ইলিয়াস নামে এক যুবলীগ কর্মী আহত হন। এরপর ১৪ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এটিআর/এমজেডআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।