ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হচ্ছে

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ অগ্রগতির দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড শুরু করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের জন্য ষড়যন্ত্র করছে।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।  

ঢাকায় জোড়া খুন, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন প্রসঙ্গ টেনে নাসিম আরও বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত ও একাত্তরের ঘাতকদের লালনকারীরা এখন দিশেহারা হয়ে স্থিতিশীল রাজনীতিকে অস্থিতিশীল করার প্রয়াস চালাচ্ছে।  

মন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে বগুড়া ও রাজশাহীতে আবারো জঙ্গি অপতৎরতা শুরু হয়েছে। এখনই তাদের খুঁজে বের করে দেশের জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা হেফাজত করার জন্যও তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।  

জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়ররা ছাড়াও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।