ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশে গুম-খুন চলছে, কারো নিরাপত্তা নেই’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
‘দেশে গুম-খুন চলছে, কারো নিরাপত্তা নেই’ ছবি- জি এম মুজিবুর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘সারা দেশে গুম-খুন চলছে। কারো নিরাপত্তা নেই’।

এই অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারের সময়ে মানুষ ঘরেও আর নিরাপদ নয়।

বুধবার ( এপ্রিল ২৭) দুপুরে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে মহান শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করার লক্ষ্যে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে মিলনায়তনে এ যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

তিনি বলেন, আজ দেশের সকল মানুষ নির্যাতিত-নিপীড়িত। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার, পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।   দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।

কেবলমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে জনগণ ও শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।

শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সমাবেশের দিন সকল ওয়ার্ড, থানা থেকে  আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন।  

উল্লেখ্য, মে দিবস উপলক্ষ্যে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,  ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাসার, ইউনুস মৃধা, হারুনুর রশিদ হারুন, ইকবাল হোসেন চৌধুরৗ প্রমুখ।

এছাড়া শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ছাড়াও বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।