ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে জেএসএস’র বিক্ষোভ মিছিল-সমাবেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বান্দরবানে জেএসএস’র বিক্ষোভ মিছিল-সমাবেশ 

বান্দরবান: বান্দরবানে ইউপি নির্বাচনে প্রশাসনের যোগসাজশে জাল ব্যালট পেপারের মাধ্যমে ব্যাপক ভোট ডাকাতি, জেএসএস ও পিসিপির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা সদরের মধ্যম পাড়াস্থ জেএসএস দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসংহতি সমিতি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ক্য বা মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জলিমং মার্মা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী ওয়াইচিং প্রু মার্মাসহ প্রমুখ।  
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসন  ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে বান্দরবানের ইউপি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। জেএসএস প্রার্থীদের হারাতে বিভিন্ন অপকৌশল অবলম্বন করেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগের কর্মীরা নির্বাচনে জয়লাভ করেও জনসংহতি সমিতির বিভিন্ন নেতাকর্মীর ওপর হামলা চালাচ্ছে।

এসময় বক্তারা আওয়ামী লীগ কর্তৃক ছাপানো জাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট ডাকাতির ইউপি নির্বাচন বাতিল পূর্বক পুনর্নির্বাচন ও নির্বাচন পরবর্তী জনসংহতি সমিতির কর্মীদের ওপর হামলাকারী দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।