ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আদিতমারীতে বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আদিতমারীতে বিএনপি নেতা গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিকে (৪৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হাবিবুরকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাবিবুরের বাড়ি আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায়।

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান বাংলানিউজকে জানান, বেশ কয়েক মাস আগে হাবিবুরকে স’মিল সংক্রান্ত একটি মামলায় তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। রাতে তার বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত হাবিবুরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আরআইইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।