ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গ্যাস-বিদ্যুতের‌ দাম বাড়ানোর চক্রান্ত বন্ধ করতে হবে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
গ্যাস-বিদ্যুতের‌ দাম বাড়ানোর চক্রান্ত বন্ধ করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্প্রতি তেলের দাম কমানো হয়েছে। কিন্তু গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে।

এই চক্রান্ত বন্ধ করতে হবে।

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও  বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীরা।

এতে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ নেতা বজলুল রশিদ ফিরোজ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্যরা।

বক্তারা সমাবেশ থেকে গ্যাস ও বিদ্যুতের‌ মূল্য বাড়ানোর চক্রান্ত বন্ধ করতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাসহ বিভিন্ন হত্যা ও গুমের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
টিআই/একে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।