ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আদেলের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আদেলের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

ঢাকা: বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সভাপতি আলমগীর মো. আদেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শোকবার্তায় তিনি বলেন, ক্রীড়া সংগঠক আলমগীর মো. আদেলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।

  দায়িত্ব পালনকালে হকি খেলার মানোন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যু ক্রীড়া জগতে এক অপূরণীয় ক্ষতি।

‍বুধবার (২৭ এপ্রিল) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্ত্বপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, পৃথক এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হকি ফেডারেশনের সাবেক সভাপতি আলমগীর মো. আদেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।