ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

কুষ্টিয়া: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে লাল্টু মোল্লা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।



বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত লাল্টু মোল্লা একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

আহতদের নাম জানা যায়নি। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ৭ মে অনুষ্ঠেয় আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  আক্তারুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। একই দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন শেখ সিরাজ উদ্দিন। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে দহকুল বাজারে জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হয়। সেখানে জেলার নেতারা ইউপি নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের দেখে নেওয়ার হুমকি দেন। এরপর থেকে শুরু হয় উত্তেজনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আক্তারুজ্জামানের সমর্থকরা সিরাজের সমর্থকদের ওপর হামলা চালান। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সিরাজের সমর্থক লাল্টু মোল্লাসহ দুইপক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাল্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬/আপডেট: ১৪২২

আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।