ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ক্ষমা চাইলেন সাংবাদিক মারধরকারী সেই ছাত্রলীগ নেতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
ক্ষমা চাইলেন সাংবাদিক মারধরকারী সেই ছাত্রলীগ নেতা

ঢাকা: চাঁদাবাজির খবর প্রকাশ করায় একটি জাতীয় দৈনিকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রতিবেদককে মারধরকারী ছাত্রলীগ নেতা দেবাশীষ দাশ ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সেমিনার কক্ষে মারধরের শিকার মাহসাব রনির কাছে ক্ষমা চান শেকৃবি ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো. হযরত আলী, প্রক্টর অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্র-শিক্ষক ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. সেকান্দার আলী, শেকৃবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হক  ও  শেকৃবি সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) সদস্যরা উপস্থিত ছিলেন।

**চাঁদাবাজির খবর প্রকাশের জেরে সাংবাদিক পেটালো ছাত্রলীগ

**নেতা অসুস্থ, টাকা তুলতে গণস্বাক্ষর জালিয়াতি শেকৃবিতে

তবে ছাত্রলীগ নেতা দেবাশীষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শেকৃবিসাস-এর সদস্যরা।

দেবাশীষ দাশ বাংলানিউজকে বলেন, সাংবাদিক ও ছাত্রলীগ ভাই ভাই। শেকৃবিতে আমরা সবাই একটি পরিবারের মতো। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। এবং এসময় তিনি ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে  দাবি করেন।

এদিকে, তার এ দাবি শেকৃবিসাস-এর পক্ষ থেকে প্রত্যাখ্যান করে বলা হয়, দেবাশীষ দাশ ক্ষমা চাইলেও এর কোনো লিখিত প্রতিশ্রুতি দেননি এবং অভিযুক্ত অন্যান্য ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাও বলেননি।

সম্প্রতি ক্যাম্পাসে চাঁদাবাজির অভিযোগ ওঠে ছাত্রলীগ শেকৃবি শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশের অনুসারীদের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এর জের ধরে সোমবার (২০ জুন) দুপুরে রনিকে বেধড়ক মারধর করে দেবাশীষ দাশ ও তার অনুসারীরা।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।