ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল, আটক ৪

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। বুধবার (২২ জুন) দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে।

পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজশাহী মহানগরী শাখা শিবিরের নেতাকর্মীরা সাগরপাড়া কাঁচাবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে দ্রুত সটকে পড়ে। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে শিরোইল পূর্বপাড়া মসজিদের কাছ থেকে শিবিরকর্মী সন্দেহে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিক আটকদের পরিচয় জানা যায়নি।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন শেখ বলেন, ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। পরে শিবির কর্মী সন্দেহে ৪ জনকে অাটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তারা শিবির কর্মী কিনা তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।