ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্ত সাংবাদিক শওকত মাহমুদ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জামিনে মুক্ত সাংবাদিক শওকত মাহমুদ

ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ।

বুধবার (২২ জুন) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসির হোসেন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে শওকত মাহমুদকে জামিনে মুক্তি দেওয়া হয়।

তারা জানান, মঙ্গলবার (২১ জুন) রাতে সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগার-২ এ এসে পৌছায়। পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ জেলগেটে উপস্থিত ছিলেন।

শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমএম/আরএস/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।